ভিনিসিয়ুস এবার ব্যালন ডি’ অর জিতবেন—এমনটা ভেবে রেখেছেন প্রায় সবাই। গত কয়েক দিন ধরে বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমের সুরও এমনই। এমনকি আজ সামাজিক যোগাযোগমাধ্যমেও গুজব ছড়িয়ে পড়েছিল ব্যালন ডি’অরের ফাঁস হওয়া ভোটাভুটির তালিকায় ভিনিসিয়ুসের নামটাই সবার ওপরে। অর্থাৎ, রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গারই এবারের ব্যালন ডি’অরজয়ী। দুইয়ে রদ্রি। কিন্তু বাংলাদেশ সময় সন্ধ্যার পর থেকে উল্টে যাচ্ছে পাশার দান। ব্যালন ডি’অর নাটকের শেষ অঙ্কে এসে দেখা যাচ্ছে, বর্ষসেরার এ পুরস্কার রদ্রির হাতেই ওঠার সম্ভাবনা খুব বেশি!
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ গতকালই জানিয়েছে, ব্যালন ডি’অর অনুষ্ঠানে
উপস্থিত হতে ব্যক্তিগত ফ্লাইটে প্যারিসে যাবেন ভিনিসিয়ুস। রিয়াল মাদ্রিদের
একটি দলও সেখানে থাকবে বলে জানিয়েছিল এএস। কিন্তু রিয়াল-ঘনিষ্ঠ হিসেবে
পরিচিত স্পেনের আরেকটি সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, প্যারিসে ব্যালন
ডি’অর অনুষ্ঠানে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছে মাদ্রিদের ক্লাবটি। যেখানে
গোটা স্কোয়াডেরই প্যারিসে যাওয়ার কথা ছিল, সেখানে কেউ-ই যাচ্ছেন না।
ভিনিসিয়ুস একাও নয়। সংবাদমাধ্যমটি ইঙ্গিত দিয়েছে, ভিনিসিয়ুস এবার ব্যালন
ডি’অর জিতছেন না বলেই প্যারিসে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছে রিয়াল।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন