কুষ্টিয়ার মিরপুরে ৯ বোতল ‘সাপের বিষ’ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার শিমুলতলা এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে এই সাপের বিষ উদ্ধার করা হয়। জানা যায় বিষগুলোর বাজার মূল্য প্রায় ‘দেড় কোটি’ টাকা।
সোমবার রাত ১১টায় কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা দৌলতপুর থেকে ছেড়ে আসা আল আমিন পরিবহনে তল্লাশি চালায়। এ সময় কুষ্টিয়া-ভেড়ামারা সড়কের মিরপুর উপজেলার শিমুলতলা এলাকা থেকে মালিকবিহীন ২৫ মিলি লিটারের ৯ বোতল বিষ উদ্ধার করে বিজিবি সদস্যরা।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন