HA

Post Top Ad

AS-2

The Relaxation Time

Travel the World!

Post Top Ad

ভারতীয় সংবাদ

অক্টোবর মাসে ইন্টারনেটে সবচেয়ে বেশি সার্চ কোন ৩ বিষয়? মাস শেষে দেশের সার্চ হিস্ট্রি দেখলে মাথা ঘুরে যাবে..

এই ইন্টারনেটের সার্চ হিস্ট্রি এক এক জনের এক এক রকমের হয়ে থাকে৷ জানেন কি গোটা মাস জুড়ে কোন দেশের বাসিন্দারা কী সার্চ করেছেন? এবার সেই তালিকাই সামনে এল৷ যবে থেকে ইন্টারনেট এসেছে, পুরো পৃথিবী এসে গিয়েছে হাতের মুঠোয়৷ গুগলের একটা ক্লিকেই বিশ্বের যাবতীয় খবর আমরা এক নিমেষে পেয়ে যাই৷
এই ইন্টারনেটের সার্চ হিস্ট্রি এক এক জনের এক এক রকমের হয়ে থাকে৷ জানেন কি গোটা মাস জুড়ে কোন দেশের বাসিন্দারা কী সার্চ করেছেন৷ সেই তালিকা সামনে এল৷ জেনে নিন অক্টোবর মাস জুড়ে সবচেয়ে বেশি সার্চ হয়েছে কোন তিন বিষয়ে৷ কারা ট্রেন্ড করছে ইন্টারনেটে৷
রতন টাটা: ৯ অক্টোবর প্রয়াত হয়েছিলেন ভারতের শিল্প মহলের মহীরুহ৷ সারা দেশের বিশিষ্ট ব্যক্তিরা তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন৷ সমীক্ষার তথ্য থেকে জানা যাচ্ছে অক্টোবর মাসে গুগল জুড়ে বারবার সার্চ হয়েছে রতন টাটার নাম৷ টাটা সন্সের চেয়ারম্যান, তাঁর জীবনযাপন, তাঁর প্রেম, তাঁর সম্পত্তি প্রভৃতি সংক্রান্ত একাধিক বিষয়ে নিয়ে বার বার সার্চ করা হয়েছে৷

Realted Posts

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad