HA

Post Top Ad

AS-2

The Relaxation Time

Travel the World!

Post Top Ad

৯ বছরের শিশুকে ধর্ষণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. ইউসুফ নামের এক বৃদ্ধকে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। পরে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবার বাদী হয়ে করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল সোমবার রাতে ওই বৃদ্ধকে গণপিটুনি দেওয়া হয়। স্থানীয় মানুষের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল দুপুরের দিকে ওই শিশুকে তাঁর বাড়ির পাশের পুকুরপাড় থেকে নিজের ঘরে নিয়ে যান মো. ইউসুফ। এরপর শিশুটিকে ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর রাতে বিক্ষুব্ধ জনতা ইউসুফকে ঘর থেকে ধরে এনে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দিবাগত রাত তিনটার দিকে কিছুটা সুস্থবোধ করলে তাঁকে থানায় নিয়ে আসে পুলিশ। ধর্ষণের ঘটনায় মো. ইউসুফকে আসামি করে শিশুটির বাবা সীতাকুণ্ড থানায় মামলা করেছেন। জানতে চাইলে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক সোহেল রানা বলেন, মামলাটিতে ইউসুফকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে। ভুক্তভোগী শিশুকেও স্বাস্থ্য পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হচ্ছে।

Realted Posts

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad