AS-2
The Relaxation Time
Travel the World!
অভিনেত্রী নোরা ফাতেহির মৃত্যুর গুজব, ভাইরাল ভিডিওটি কার
সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎই ছড়িয়ে পড়ে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির মৃত্যুর গুজব। তবে জানা গেছে, অভিনেত্রী সম্পূর্ণ সুস্থ আছেন, তাঁর মৃত্যুর খবর কেবলই গুজব। খবর হিন্দুস্তান টাইমসের
নোরার মৃত্যুর খবরের উৎস একটি ভিডিও। ভিডিওটিতে একজন নারীকে গভীর খাদের ওপর দিয়ে দড়ি পার হতে দেখা যাচ্ছে। হঠাৎই সেখান থেকে পাহাড়ের খাদে পড়ে যান তিনি। খবর ছড়িয়ে পড়ে, ওই নারীই নাকি নোরা ফাতেহি। সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল চর্চিত সে ভিডিও আসলে বাঞ্জি জাম্পিংয়ের। ভিডিওর নারীটি আসলে নোরা নন, অন্য কেউ। সেটাই যাচাই–বাছাই না করে অনেকে শেয়ার করেছেন।
এদিকে নোরা দিব্যি সুস্থ আছেন বলে জানা গেছে। গত মাসেই লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডসে ভয়াবহ দাবানল প্রত্যক্ষ করেছিলেন নোরা ফাতেহি। ভয়ংকর সেই মুহূর্তের কথা সবার সঙ্গে ভাগ করেছিলেন অভিনেত্রী। সেখান থেকে ফিরে এখন চুটিয়ে কাজ করছেন, নিজের ইনস্টাগ্রামে নতুন কাজের খবরও জানাচ্ছেন নিয়মিত।
জন্মসূত্রে নোরা কানাডার নাগরিক। নাচের জন্যই ভারতে তাঁর আকাশছোঁয়া জনপ্রিয়তা। তাঁর নাচের ভিডিও অনুরাগীদের কাছে অন্যতম আকর্ষণ। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর অনুসারীর সংখ্যা ৭ কোটির বেশি। সম্প্রতি বলিউডে ১০ বছর সম্পূর্ণ করলেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি।
নোরাকে সর্বশেষ দেখা গেছে ‘স্নেক’ গানের ভিডিওতে। মার্কিন গায়ক জেসন ডেরুলোর সঙ্গে গানটি মুক্তির পরই অন্তর্জালে ঝড় তোলে।
Realted Posts
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন