HA

Post Top Ad

AS-2

The Relaxation Time

Travel the World!

Post Top Ad

বাড়িতে অশান্তি লেগেই থাকছে! রোজ ঘর মোছার জলে শুধু এক চিমটি, ঝড়ের গতিতে বদলাবে জীবন

*বাস্তুমতে লবণের গুরুত্ব রয়েছে প্রচুর। এই লবণ নানা টোটকায় ব্যবহার করা হয়। লবণ রান্নার স্বাদ বাড়ানোর সঙ্গে জীবনের নানা প্রকার ঝামেলা ঝঞ্ঝাটের হাত থেকে মুক্তি দেয়। এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। *বাড়িতে প্রচুর অশান্তি হচ্ছে বা বাড়ির সদস্যদের মধ্যে মিলমিশ একেবারেই নষ্ট হচ্ছে, তা হলে লবণই দূর করবে সমস্ত ঝঞ্ঝাট থেকে। *বিশিষ্ট জ্যোতিষী পূবালী গুহ রায় জানান, বাস্তুমতে জলে এক চিমটে লবণ দিয়ে তারপর ঘর মুছলে ঘর থেকে নেতিবাচকতা দূরে চলে যায়। তবে সন্ধ্যার সময় নুন দিয়ে ঘর মোছা যাবে না। সংগৃহীত ছবি। Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Realted Posts

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad