HA

Post Top Ad

AS-2

The Relaxation Time

Travel the World!

Post Top Ad

কী আছে নুসরাত ফারিয়ার ২৪ সেকেন্ডের ভিডিওতে

আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া। ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। মাত্র ২৪ সেকেন্ডের একটি রিলস ভিডিও দিয়ে ঝড় তুলেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওটিতে তার আবেদনময়ী উপস্থিতি মুহূর্তেই নজর কেড়েছে নেটিজেনদের। ভিডিওটিতে দেখা যায়, সোনালি এক আবেদনময়ী পোশাকে ধরা দিয়েছেন ফারিয়া। কার্লি চুল, চোখে গভীর চাহনি আর হাতে ধরা একটি গোলাপ। সব মিলিয়ে এ যেন এক আবেদনময়ী উপস্থিতি। সেই রূপে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। রিলসটি প্রকাশের পরই মুহূর্তে ছড়িয়ে পড়েছে অনলাইনে, আর ফারিয়ার সৌন্দর্য ও গ্ল্যামার নিয়ে ভরে উঠেছে কমেন্ট বক্স। এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘হঠাৎ করেই যেন তুর্কি অভিনেত্রী হান্দে এরচেলের মতো দেখতে লাগছে।’ আরেকজন লিখেছেন, ‘তোমাকে দেখতে সত্যিই অসাধারণ সুন্দর ও দারুণ আকর্ষণীয় লাগছে।’ আরেক ভক্ত যেন আরও এক ধাপ। তিনি লিখেছেন, ‘তুমি এত সুন্দর, যেন এক সত্যিকারের রানির মতো। আমি তোমাকে সত্যিই খুব পছন্দ করি। কেন পছন্দ করি, সেটা জানি না। শুধু জানি, তোমাকে দেখলেই মন ভালো হয়ে যায়।’ এ প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হলে নুসরাত ফারিয়া বলেন, ‘দর্শকের ভালোবাসার জন্যই আমি নুসরাত ফারিয়া। তারা যখন কোনো কাজের প্রশংসা করেন তখন খুবই উপভোগ করি। সবাইকে ভালোবাসা।’ আরজে হিসেবে যাত্রা শুরু করলেও সময়ের ব্যবধানে উপস্থাপক ও অভিনেত্রী হিসেবেও নিজের অবস্থান পোক্ত করেছেন নুসরাত ফারিয়া। ২০১৫ সালে যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয় তার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

Realted Posts

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad