AS-2
The Relaxation Time
Travel the World!
ময়মনসিংহে ক্যাপিটাল কলেজে অভিযান চালিয়ে কলেজ অধ্যক্ষ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মনোয়ার হোসেন খান মিনারকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার বিকালে নগরীর রামবাবু রোড, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিপরীতে ক্যাপিটাল কলেজে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সেনাবাহিনীর ময়মনসিংহ সদর ক্যাম্প কমান্ডার মেজর জায়েদ সাদ আল রাব্বি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি, এই কলেজের অধ্যক্ষ স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য মিনার সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে দলীয় কর্মীদের উজ্জীবিত করার কাজে লিপ্ত ছিলেন। দলীয় কর্মকাণ্ড জোরদারসহ সংগঠনকে পুনর্গঠন করার কাজেও জড়িত ছিলেন। তবে অভিযানকালে তার সঙ্গে কথা বলে নরমাল মনে হয়েছে। তদন্ত শেষে আরও কোনো পরিকল্পনা ছিল কিনা জানা যাবে। অভিযানে তার ব্যবহৃত মোবাইলসহ বিভিন্ন ডিভাইস জব্দ করা হয়েছে। আটক মিনারকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
আটক অধ্যক্ষ মিনার জানান, আমি আওয়ামী লীগ করি। আমি বঙ্গবন্ধুর সৈনিক। তবে দল ক্ষমতায় থাকাকালীন আমি অবৈধ কোনো সুযোগ-সুবিধা নেইনি। দল ক্ষমতায় থাকাকালীন কোনো পদ আমি পাইনি। তাই ২০২০ সাল থেকে দলীয় কর্মকাণ্ড থেকে দূরে ছিলাম। এখনো দলীয় কোনো কর্মকাণ্ডের সঙ্গে আমি জড়িত না। আমাকে কেন আটক করা হয়েছে, আমি জানি না। আওয়ামী লীগ করার জন্য যদি আমি দোষী হই, তাহলে যেকোনো শাস্তি আমি মেনে নিতে প্রস্তুত আছি।
Tags: ময়মনসিংহের খবর
Realted Posts
ময়মনসিংহের খবর
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন