HA

Post Top Ad

AS-2

The Relaxation Time

Travel the World!

Post Top Ad

ভিন্ন রকম খবর

বাবার কবরে ভাইকে রেখে কী লিখলেন জসীমের দুই ছেলে

রক ব্যান্ড ‘ওন্ড’-এর ভোকালিস্ট, বেজিস্ট ও শব্দ প্রকৌশলী এ কে রাতুল। কাজ করেছেন অর্থহীনের ‘ফিনিক্সের ডায়েরি-১ ’-এর সাউন্ডে। প্রয়াত চিত্রনায়ক জসীমের তিন সন্তানের মধ্যে রাতুল মেজ। রোববার বিকেলে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে অকালেই না ফেরার দেশে পাড়ি জমালেন রাতুল। সোমবার (২৮ জুলাই) সকালে বনানী কবরস্থানে বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন তিনি।রাতুলের মৃত্যুর পর স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন দুই ভাই এ কে সামী ও এ কে রাহুল। সকালে বাবার কবরে ভাইকে দাফনের পর সামাজিক মাধ্যমে হৃদয়স্পর্শী পোস্ট করেছেন তারা। রাতুলের ছোট ভাই এ কে সামী ফেসবুকে লিখেছেন, ‘আমি মাত্রই ভাইটাকে সমাহিত করে এলাম।’তবে বড় ভাই এ কে রাহুলের পোস্টটি ছিল একটু ভিন্ন। প্রয়াত বাবা ও ভাইয়ের একটি ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, বাবা জসীমের কোলে ছোট্ট শিশু রাতুল। হাসিমুখে দাঁড়িয়ে নায়ক জসীম। ক্যাপশনে দুই শব্দে রাহুল লিখলেন, ‘একসঙ্গে থেকো’। ভাইকে নিয়ে আরও একটি ছবি প্রকাশ করেন রাহুল। যেখানে প্রয়াত রাতুলের বুকে হাত রাখতে দেখা গেছে তাকে। সেই ছবি পোস্ট করে রাহুল লিখেছেন, ‘আমার ভাইয়ের বুকে আমার হাত।’

Realted Posts

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad