HA

Post Top Ad

AS-2

The Relaxation Time

Travel the World!

Post Top Ad

কবিতা

অপ্রাপ্তির শিরোনাম

 

 অপ্রাপ্তির শিরোনাম

মির্জা মোসাদ্দেক হোসেন (নয়ন)

রচনাঃ 20 শে আগস্ট 2025




করতামনা বিয়া, কইলাম আমি

এডাই কথা শেষ

কাইলা জামাই মুচ্ছাই জামাই

বান্দর মার্কা বেশ



মরবাম আমি পানিত পইড়া

মরবার গাঙ্গে ডুইববা

কাইল্লা জামাই ভাল্লাগেনা

জীবণ দিবাম সইবা



টেহার লাইগা দিতাছ বিয়া

করলানা আমার চিন্তা

কাইল্লা জামাই চাইনা আমি

হইলাম আমি বিন্তা



হারা জীবণ বাজান মাও

তুললাম মুখে ফেনা

এহন তুমরা টেকা দেইখা

করছ আমারে ঘিনা



পার নাই পেট ভইরা

খাইতে দিস কি আদরে

ক্ষিধা পেটে চাইলে ভাত

লাথ্থি দিস গতরে



মাথার উকুন মাথায় মরছে

চুলকি ছিল মাথায়

ঘন্টায় ঘন্টায় লাথ্থি উসঠা

চুল ছিড়ছ থাবায়।



পার না খাওয়াইতে পার না পিন্দাইতে

শুধু বেদনা দিছ

জন্ম আমার কুত্তার ছাও

পরিচয় আমার নিছ।



কেডায় কইছে আমারে তুমার

জন্ম দিতে মোরে

মধুর বদলে দিতা বিশ

আমার আতুর ঘরে

আল্লা তুমি কেন আমারে

এত ডাঙ্গর করলা

জনম দিয়া ‍ভাগ্য তুমি

কই গিয়া মরলা।



ছাইড়া দেও ছাইড়া দেও

শেষ কর জীবণ

আমার মত দুখিনীরে

পড়াও শীতল মরণ



চাইনা জীবণ চাইনা সুখ

সুখের বাড়ি নাই

ব্রহ্মপূত্র গাঙ তুমি



তুমার মধ্যে যাই।

Realted Posts

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad