HA

Post Top Ad

AS-2

The Relaxation Time

Travel the World!

Post Top Ad

ভিন্ন রকম খবর

সাইফের উপর হামলার নেপথ্যে কারিনা

বি-টাউনের আলোচিত তারকা দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের দাম্পত্য জীবনে ভাঙনের সুর। সাইফের পরকীয়া হাতেনাতে ধরে ফেলায় দুইজনের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানি এক সাংবাদিক। ভারতীয় গণমাধ্যমের উঠে এসেছে এমন তথ্য। তিনি জোর দিয়ে দাবি করেছেন, কারিনা নাকি সাইফকে হাতেনাতে ধরেন অন্য এক মহিলার সঙ্গে। সেখান থেকেই দাম্পত্য সম্পর্কে চিড় ধরে। শুধু তাই নয়, সাইফ নাকি কাতারে গিয়ে পাকাপাকিভাবে থাকতে চাইছেন। কিন্তু কারিনা দেশ ছেড়ে বিদেশে গিয়ে বসবাস করতে রাজি নন। এই বিষয় নিয়েও তাদের মধ্যে তীব্র মনোমালিন্য তৈরি হয়েছে। ইতোমধ্যে আরও বিস্ফোরক দাবি করেছেন ঐ পাক সাংবাদিক। তার ভাষ্যে, সাইফ আলি খানের উপর যে হামলা হয়েছিল, তার নেপথ্যেও নাকি কারিনা কাপুর জড়িত! উল্লেখ্য, ২০১২ সালে কারিনা কাপুরকে বিয়ে করেন সাইফ আলি খান। এর আগে প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেন কারিনার সঙ্গে। বিয়ের পর দুই সন্তান- তৈমুর ও জেহর জন্ম হয়।ঐ সাংবাদিক দাবি, সাইফ ও কারিনার দাম্পত্যে নাকি ক্রমেই জটিলতা বাড়ছে। তিনি জানান,এক ভারতীয় সূত্রেই এই তথ্য পেয়েছেন তিনি। যদিও কোনো সংবাদমাধ্যম কিংবা নির্দিষ্ট কোনো প্রমাণ তিনি প্রকাশ করেননি।

Realted Posts

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad