HA

Post Top Ad

AS-2

The Relaxation Time

Travel the World!

Post Top Ad

ভারতীয় সংবাদ

এবার শাকিবের নায়িকা হতে ২৮ লাখ রুপি নিচ্ছেন ইধিকা!

আগামী ঈদ-উল-ফিতরের ‘প্রিন্স’ সিনেমা নিয়ে হাজির হচ্ছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। এই সিনেমার নায়কের বিপরীতে দেখা যাবে তিন নায়িকাকে। সেই তালিকায় প্রথমে প্রিয়াঙ্কা চোপড়া থেকে হানিয়া আমিরের নামের গুঞ্জন ছাড়ানো হলেও শেষ পর্যন্ত শাকিবের নায়িকা হচ্ছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ঠ সূত্রে দেশের এক গণমাধ্যমের খবর, ‘প্রিন্স’ সিনেমায় নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন ইধিকা পাল। সবকিছু ঠিক আছে, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। প্রায় ২৮ লাখ ভারতীয় রুপিতে ইধিকার সঙ্গে চুক্তি হয়েছে, যার মধ্যে ইতিমধ্যে ১৫ লাখ রুপির অংশ দেওয়া হয়েছে। তবে প্রযোজনা সংস্থার আরও একটি সূত্র এনটিভি অনলাইনের কাছে দাবি করেছে, ২৮ লাখ রুপি নয়, ১০ লাখ রুপিতে কাজ করছেন ঈধিকা। ‘প্রিয়তমা’ মুক্তির পর ইধিকা পালের নাম দুই বাংলায় ছড়িয়ে পড়ে। সিনেমাটি শুধু ব্যবসায়িকভাবে সফলই হয়নি, ইধিকার অবস্থানও নতুন উচ্চতায় নিয়ে যায়। এরপর তিনি টলিউডে একদা সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত নায়িকার কাতারে উঠে আসেন।‘প্রিয়তমা’র সাফল্যের পর টলিউড সুপারস্টার দেব-এর বিপরীতে অভিনয়ের সুযোগ পান ইধিকা। সেটিও দর্শকপ্রিয়তা ও ব্যবসায়িক দিক থেকে সফল হয়। এরপর ইধিকা আবার ঢালিউডে ফিরে আসেন, শাকিবের সঙ্গে কাজ করেন ‘বরবাদ’ সিনেমাতে। ‘প্রিন্স’ সিনেমাটি নব্বই দশকের ঢাকার অ্যান্ডারওয়ার্ল্ডকে ঘিরে নির্মিত হচ্ছে — যেখানে থাকবে ক্রাইম, লাভ, অ্যাকশন ও ইমোশনের সমন্বয়। সিনেমার পরিচালক হলেন আবু হায়াত। গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, চিত্রনাট্য করছেন তিনি নিজে ও মোহাম্মদ নাজিম উদ্দিন।

Realted Posts

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad