AS-2
The Relaxation Time
Travel the World!
ময়মনসিংহ নগরীতে ২০ তলা ভবনের পাইলিং করার সময় হেলে পড়েছে পাশের ৫ তলা ভবন। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে সরিয়ে দেওয়া হয়েছে বাসিন্দাদের। শনিবার (১৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে নগরীর গুলকীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সরেজমিনে রাত ১১টার দিকে গিয়ে দেখা যায়, গ্রীনল্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেড নামক একটি ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান নির্মাণকাজ করছে। এতে পাইলিং করার সময় পাশের একটি ৫ তলা ভবন হেলে পড়ে। এ সময় ভবনের সামনের এবং পাশের অংশে ফাটল দেখা দিয়েছে। এতে আতঙ্কিত পড়লে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ভবন হেলে পরা ঠেকাতে ডেভেলপার কোম্পানিকে সরিয়ে নেওয়ার মাটি ভরাটের নির্দেশ দেন। হেলে পড়া ভবনের ভাড়াটিয়া শিলা রানী বলেন, ভবনটি হঠাৎ হেলে পড়ায় আতঙ্কে প্রশাসনের নির্দেশে আমরা বাসা ছেড়ে দিয়েছি। এখন বাড়ি চলে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে ফিরে আসবো।
বাসার মালিকের ভাই রফিকুল ইসলাম লিটন বলেন, বেশ কয়েক মাস ধরে ডেভলপার কোম্পানি অপরিকল্পিতভাবে কাজ করছে। যে কারণে আমাদের পাঁচতলা ভবনটি হেলে পরে। ভবনটির সামনে এবং পাশে ফাটল ধরে ফাঁকা হয়েছে। যে কোনো সময় পুরো ভবনটি হেলে পড়তে পারে। কোতোয়ালি মডেল থানার এএসআই লাল মিয়া বলেন, একটি ২০ তলা ভবনের পাইলিং কাজ করার কারণে পাশের ৫ তলা একটি ভবন হেলে পড়েছে। পরে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। গ্রিনল্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেড প্রকৌশলী আবু সাঈদ বলেন, পাইলিং করার কারণে ভবন হেলে পড়েনি। এটি অন্য কোনো কারণে হেলে পড়েছে। দায় আমাদের ওপর চাপানো হচ্ছে। তারপরেও প্রশাসনের নির্দেশে ভবনটি হেলে পড়া ঠেকাতে মাটি দিয়ে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি।
Tags: ময়মনসিংহের খবর
Realted Posts
ময়মনসিংহের খবর
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন