AS-2
The Relaxation Time
Travel the World!
রাজধানীতে ব্যবসায়ীর ‘হাতের রগ কেটে দিল’ দুর্বৃত্তরা
রাজধানীর শাহজাহানপুর এলাকায় দুর্বৃত্তরা এক মুদি ব্যবসায়ীর দুই হাতের রগ কেটে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী রুহুল আমিন (৫৫) শাহজাহানপুরের শান্তিবাগ এলাকার মুদি দোকানের মালিক।
পুলিশ জানিয়েছে, আজ রোববার (৯ মার্চ) সকাল ৬টার দিকে শান্তিবাগের পানির পাম্পের কাছে এ ঘটনা ঘটে। পরে সকাল ৮টার পর আহত ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) জরুরি বিভাগে নেওয়া হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, 'আজ সকালে ওই মুদি ব্যবসায়ীকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়। তিনি এখন জরুরি বিভাগে চিকিৎসাধীন। আমরা সংশ্লিষ্ট থানার পুলিশকে বিষয়টি জানিয়েছি।'
রুহুল আমিন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পানিয়ারুপ গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি শাহজাহানপুর এলাকায় একটি ভাড়াবাড়িতে থাকেন বলে জানিয়েছেন তার স্বজনরা।
আহত মুদি ব্যবসায়ীর শ্যালক আমানউল্লাহ সংবাদমাধ্যমকে জানান, রুহুল আমিন শান্তিবাগের পানির পাম্পের কাছে একটি মুদি দোকান চালান। 'আজ সকাল ৬টার দিকে তিনি দোকান খুলেছিলেন। সেই সময় ২-৩ জন অজ্ঞাত দুর্বৃত্ত দোকানে এসে রুহুল আমিনের চোখ বেঁধে ধারালো ছুরি দিয়ে তার দুই হাতের রগ কেটে দেয়।'
আমানউল্লাহ আরও বলেন, 'খবর পেয়ে আমরা দ্রুত রুহুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।'
Realted Posts
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন