AS-2
The Relaxation Time
Travel the World!
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বিয়েতে যে আইভরি লেহেঙ্গা পরেছেন, সেটি এখন আলোচনায়। দারুণ লেহেঙ্গাটি নকশা করেছেন ভারতীয় ডিজাইনার সীমা গুজরাল। তাঁর ডিজাইন করা পোশাক পরেছেন বলিউডের বিখ্যাত সব তারকারাও। দেখে নিন ছবিতে।সীমা গুজরাল ভারতের প্রথম সারির ফ্যাশন ডিজাইনারদের মধ্যে অন্যতম। লেহেঙ্গা, শাড়ি, শারারা ইত্যাদি বানাতেই সিদ্ধহস্ত তিনি। তবে যাঁদের পছন্দের পোশাক রাজকীয় লেহেঙ্গা, তাঁদের পছন্দের ডিজাইনার সীমা গুজরাল
সীমা গুজরালের লেহেঙ্গায় সবিতা ধুলিপালা। কিছুদিন আগে আরেক ভারতীয় অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকারের একমাত্র কন্যা সারা টেন্ডুলকারও পরেছেন সীমার নকশা করা লেহেঙ্গা। সীমার ওয়েবসাইটের তথ্যানুযায়ী, এর দাম ৫ লাখ ২০ হাজার টাকা। আলিয়া ফার্নিচারওয়ালার পরনে রয়্যাল ব্লু রঙের লেহেঙ্গা। এর দাম ৪ লাখ ৭২ হাজার টাকা। খুশি কাপুরের পরনের শারারাটিও সীমার নকশা করা । ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় সীমা গুজরালের নকশা করা শাড়িতে প্রীতি জিনতা। শাড়িটি সে সময় দারুণ প্রশংসা কুড়িয়েছিল ক্রিস্টাল ও এমব্রয়ডারির কাজ করা অফ শোল্ডার টপ ও শারারায় অদিতি রাও হায়দারি
Tags: বলিউড নিউজ
Realted Posts
বলিউড নিউজ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন