AS-2
The Relaxation Time
Travel the World!
আজ ইফতারের পর মেহজাবীন প্রকাশ করলেন ১৬টি স্থিরচিত্র। ক্যাপশনে প্রযোজক ও পরিচালক স্বামী আদনানের উদ্দেশে লিখেছেন, তুমি কি খুঁজে পেয়েছ আমার মেহেদিরাঙা হাতে তোমার নাম? মেহেদি অনুষ্ঠানের এই স্থিরচিত্র ২৩ ফেব্রুয়ারি রাতেই ফাঁস হয়ে যায়। মেহজাবীন চৌধুরীর গায়েহলুদ অনুষ্ঠান হয় ২৩ ফেব্রুয়ারি। এদিন আমন্ত্রিত অতিথিদের ছবি তোলায় বিধিনিষেধ ছিল। তাই আমন্ত্রিত অতিথিদের যাঁরাই অনুষ্ঠানে ছিলেন, তাঁদের কেউই কোনো স্থিরচিত্র পোস্ট করেননি। তবে এত কড়াকড়িতেও শেষ রক্ষা হয়নি। ঠিকই ফাঁস হয়েছে মেহজাবীন চৌধুরীর গায়েহলুদের একাধিক স্থিরচিত্র।
ঢাকার অদূরে অনুষ্ঠিত সেই গায়েহলুদ ও মেহেদি অনুষ্ঠানের একাধিক স্থিরচিত্র অনুষ্ঠান শেষ না হতেই চলে যায় নিকটজনদের ইনবক্সে। এসব স্থিরচিত্রে মেহজাবীনের সঙ্গে দেখা যায় তাঁর প্রযোজক ও পরিচালক স্বামী আদনান আল রাজীবকে। দুজনকে বেশ হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল। তাঁদের পেছনে ছিল বাদ্যযন্ত্রীদের একটি দল।সেদিন ভিডিওক্লিপ থেকে মেহজাবীনের অনুষ্ঠানের স্থিরচিত্র ফাঁস হলেও, আজ অনুষ্ঠানের দুই সপ্তাহে এসে নিজেই তা প্রকাশ করলেন। তা–ও একটি–দুটি নয়, মেহজাবীন প্রকাশ করেছেন ১৬টি স্থিরচিত্র।
ঢাকার অদূরে একটি রিসোর্টে গায়েহলুদ ও মেহেদি অনুষ্ঠানের আয়োজন হয় লাক্স তারকা অভিনয়শিল্পী মেহজাবীনের। ২৩ ফেব্রুয়ারি বেলা ১১টা থেকে এই গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজন শুরু হয়। চলে সন্ধ্যা পর্যন্ত। তাঁদের দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের গুঞ্জন ছিল। সেই গুঞ্জন সত্যি হয় তাঁদের আনুষ্ঠানিক বিয়ের ঘোষণার মধ্য দিয়ে।গত ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি রেস্টুরেন্টে মেহজাবীন ও আদনানের আক্দ সম্পন্ন হয়। তাঁদের বিয়ের আমন্ত্রণপত্রে লেখা ছিল, ‘মহিউদ্দিন চৌধুরী ও গাজালা চৌধুরীর আদরের কন্যা মেহজাবীন চৌধুরী এবং বাসেদুল আলম ও সাবেকুন নাহারের ছেলে আদনান আল রাজীবের বিয়েতে আপনি সাদরে আমন্ত্রিত।’ মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীবের সম্পর্ক নিয়ে বিনোদন অঙ্গনে তাঁদের ঘনিষ্ঠজনেরা জানতেন, তবে তাঁরা এটি নিয়ে অনুষ্ঠানের আগে প্রকাশ্যে কিছু বলেননি।
অভিনয়শিল্পী মেহজাবীন এবং প্রযোজক ও পরিচালক আদনানের প্রেম বিনোদন অঙ্গনে অনেকটা ‘ওপেন সিক্রেট’ হলেও বিয়ের অনুষ্ঠানের আগপর্যন্ত এ বিষয়ে মুখ খোলেননি তাঁরা। বিভিন্ন সময় সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে ব্যক্তিগত জীবনের এ প্রসঙ্গ এড়িয়ে যেতেন। একটা সময় দুজনকে দেশে ও দেশের বাইরে প্রকাশ্যে ঘোরাঘুরি করতে দেখা যায়। ঘোরাঘুরির সময় তোলা স্থিরচিত্র হাতবদল হয়ে ফেসবুকেও পোস্ট হয়েছে। কখনো নিজেরা নিজেদের ইনস্টাগ্রামে রোমান্টিক মুহূর্তের স্থিরচিত্র পোস্ট করেছেন। ঘুরে বেড়ানোর মুহূর্তের স্থিরচিত্র ফেসবুকে প্রকাশের পর দুজনকে নিয়ে গুঞ্জনের ডালপালা বাড়তে থাকে। তখনো তাঁরা ছিলেন নীরব। হঠাৎ কয়েক বছর ধরে তাঁদের নিয়ে গুঞ্জন, মেহজাবীন ও রাজীব বিয়ে করেছেন! তাঁরা সংসারও করছেন। এসব যখন চর্চিত হচ্ছিল, তখন কৌশলে নিজেদের সম্পর্কের ইঙ্গিত দেন। বিয়ের আনুষ্ঠানিকতার আগে মেহজাবীনের স্বীকারোক্তি ছিল এমন, তিনি বিয়ে করছেন, পাত্র আদনান আল রাজীব, যাঁর সঙ্গে কয়েক বছর ধরে তাঁর প্রেমের গুঞ্জন।
এদিকে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে মেহজাবীন জানান, ১৩ বছর ধরে তিনি আদনানের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। মেহজাবীন জানান, ২০১২ সালের ৯ এপ্রিল আদনান আল রাজীবের সঙ্গে দেখা হয় তাঁর। তিনি ফেসবুকে লিখেছেন, ‘একটা ছেলে এসেছিল দেখা করতে; বাঁকা দাঁত, মিষ্টি হাসি। এক শুটিং হাউসের বারান্দায় দাঁড়িয়ে ছিলাম, সে রাস্তায় দাঁড়িয়ে হাত নেড়েছিল। মাত্র ১৫ মিনিট আমরা কথা বলি, এরপর সে চলে যায়; যাওয়ার সময় মনে হলো, আমার হৃদয়ের একটা অংশ যেন চলে গেল।’
Tags: ভিন্ন রকম খবর
Realted Posts
ভিন্ন রকম খবর
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন