HA

Post Top Ad

AS-2

The Relaxation Time

Travel the World!

Post Top Ad

রাজ অতীত, সাদীর প্রেমে মজেছেন পরী

কাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরী মণি। দেড় বছর আগে চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে পরী মণির বৈবাহিক সম্পর্কের ইতি হয়েছে। এরপর দু‘জনেই যার যার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।বর্তমানে কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব থাকেন তিনি। প্রায় সময়ই নিজের ছবি, ভিডিও, ও অনুভূতি সামাজিক পাতায় শেয়ার করে ভক্তদের নজর কাড়েন আলোচিত এই নায়িকা। সম্প্রতি জানা গেল, নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন পরী মণি। আলোচিত এই নায়িকা অভিনয়ে নৈপুণ্যের চেয়ে প্রেম কিংবা ভালোবাসার সম্পর্কে জড়ানোর কারণে বরাবরই বেশি আলোচিত। গত বুধবার রাতেও সামাজিক পাতায় তেমনি এক পোস্টকে কেন্দ্র করে আবার আলোচনায় আসেন পরী মণি। নিজের ফেসবুক পেজে একটি স্থিরচিত্র পোস্ট করে ক্যাপশনে পরী মণি লিখেছেন, ‘জীবন ভালোবাসার, এ জীবন প্রেমের। এ জীবন প্রেমের মায়ায় জড়িয়ে থাকুক। শুধু অবসানের জন্য জীবন প্রেমের থেকে বিচ্ছিন্ন না হোক। প্রেম ফিরে আসুক ভালোবাসা হয়ে....আবার চলে যাক শরতের সাদা শুভ্র মেঘের মতন। শুধু ওই মেঘ গর্জন না হোক। জীবন চলুক জীবনের মতন...।’ নায়িকার স্ট্যাটাস নেটিজেনদের বুঝতে বাকি নেই, এই আলোচিত নায়িকা আবার প্রেমে মজেছেন। যদিও ভালোবাসার মানুষকে এখনও প্রকাশ্যে আনেননি পরী মণি। কেবল তার হাতটাই দেখা গেছে। পোস্ট করা একই স্থিরচিত্র আজ শুক্রবার নিজের ফেসবুক আইডির কভার ফটো করেছেন পরী মণি।সবার মনে একই জল্পনা, তাহলে পরী মণির নতুন এই প্রেমিক কে? নতুন প্রেমিকের খোঁজ নিতে গিয়ে জানা যায়, সে আর কেউ নন, পরী মণির জামিনদার ‘ললনা’ খ্যাত গায়ক শেখ সাদী। হাতে থাকা ঘড়ির কারণে সেই মানুষটির পরিচয়টা সামনে এসেছে। কারণ হিসেবে, তরুণ গায়ক শেখ সাদীর ব্যবহৃত হাতঘড়ির সঙ্গে পরী মণি যার বুকে মাথা রেখেছেন, সেই মানুষটির হাতঘড়ির মিল পাওয়া গেছে। যে কারণে ভক্তরাও দুইয়ে দুইয়ে চার মেলাতে ব্যস্ত হয়ে পড়েছেন। রহস্যময় স্থিরচিত্রটি পোস্ট করার পর থেকেই ফেসবুকে বিভিন্ন গ্রুপ, পেইজে নেটিজেনরা শেখ সাদী ও পরী মণির সেই ছবি ‘ভাইরাল’।পরী মণির একটি মামলায় জামিনদার হওয়ার পর থেকে তরুণ এই গায়ক নতুনভাবে আলোচনায় রয়েছেন। এরপর থেকেই ওঠে পরী মণি ও সাদীর প্রেম গুঞ্জন। প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর ভালোবেসে চিত্রনায়ক শরিফুল রাজকে বিয়ে করেন পরী মণি। এরপর ২০২২ সালের ১০ আগস্ট তাদের ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের জন্ম হয়। পরের বছরেই বিচ্ছেদের পথে হাঁটে এই জুটি। এরপর পরী মণি দুই সন্তানকে বড় করছেন। এরই মধ্যে পরীর সঙ্গে শেখ সাদীর প্রেম নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে শোবিজ অঙ্গনে।

Realted Posts

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad