AS-2
The Relaxation Time
Travel the World!
ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। আজ বুধবার দুপুরে গফরগাঁও-ভালুকা সড়কে হাটুরিয়া গ্রামের কাজিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হাটুরিয়া গ্রামের মঞ্জু মিয়া (৪০) ও যশরা গ্রামের আলাল উদ্দিন (৫০)। বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে গফরগাঁও-ভালুকা সড়কে হাটুরিয়া কাজিপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও দ্রুতগামী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার ৬ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। দু’জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত অপর দু’জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি বলেন, মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।
Tags: ময়মনসিংহের খবর
Realted Posts
ময়মনসিংহের খবর
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন