HA

Post Top Ad

AS-2

The Relaxation Time

Travel the World!

Post Top Ad

হাজতখানায় সন্তান কোলে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল, প্রত্যাহার ২ পুলিশ

হবিগঞ্জে আদালতের হাজতখানায় শিশুসন্তান কোলে এক ছাত্রলীগ নেতার ছবি ভাইরালের ঘটনায় দায়িত্বরত পুলিশের দুই সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের নির্দেশে তাদের ক্লোজড করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। প্রত্যাহার হওয়া দুই পুলিশ সদস্য হলেন- হবিগঞ্জ কোর্ট পুলিশের এএসআই সবুজ চন্দ ও কনস্টেবল উজ্জ্বল মিয়া। বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক শেখ নাজমুল হক। তিনি জানান, সোমবার হাজিরার জন্য কারাগার থেকে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনকে আদালতের হাজতখানায় রাখা হয়। এ সময় তার স্ত্রী সম্প্রতি জন্ম নেওয়া সন্তানকে আদালতে আনেন। জাকির তার সন্তানকে কোলে নেওয়ার সুযোগ দিতে পুলিশের কাছে অনুরোধ করেন। এ সময় পুলিশ তার অনুরোধ রাখে। পরে সন্তানকে কোলে নেওয়ার ছবিটি ফেসবুকে ভাইরাল হয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে দায়িত্বরত এএসআই সবুজ চন্দ ও কনস্টেবল উজ্জ্বল মিয়াকে ক্লোজড করা হয়। প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি ছাত্রলীগ নেতা জাকির হোসেনকে শহরের কোর্ট জামে মসজিদের সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ধরে পুলিশে সোপর্দ করেন। এরপর থেকে কারাগারে রয়েছেন তিনি।

Realted Posts

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad